ময়মনসিংহে কোতোয়ালী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ

ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের কোতোয়ালি থানা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে এই সভা হয়। কোতায়ালী যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মাসুদেও সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ। সভায় প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার সরকার।

এছাড়া সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান জি এস শরীফ, দিদারুল ইসলাম খান রাজু, জোবায়ের আহমেদ শাকিল প্রমুখ। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলমকে কোতোয়ালি যুবদলের সভাপতি নির্বাচিত করার দাবিতে সভাস্থল মুখরিত হয়ে উঠে। এর আগে জাহাঙ্গীর আলম অর্ধ সহস্ত্রাধিক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল যোগে সভায় যোগদান করেন। তাদের দাবি জাহাঙ্গীর আলমকে কোতোয়ালি যুবদলের সভাপতি নির্বাচিত করা হলে যুবদল আরো শক্তিশালী হবে এবং সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে সাহসী ও দায়িত্বশীল ভুমিকা পালন করবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*