এনামুল হক ছোটনঃ “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই স্লোগান নিয়ে ২ জানুয়ারি ২০২২ “জাতীয় সমাজসেবা দিবস” উপলক্ষে ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের উদ্যাগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস.এস.সি. ২০২১ পরীক্ষায় জিপিএ এ+ ও এ’প্রাপ্ত সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান (পিপিএম-সেবা), ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলী হায়দার ভূইয়া ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের ইডি লায়ন এম এ রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সহকারি পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ জেলার উপপরিচালক দেশ সেরার পুরস্কার পাওয়ায় ধন্যবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।