এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । ২০১৯ সনের এস.এস.সি ও এইচ.এস. সি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত শুকবার ( ২২ নভেম্বর) ময়মনসিংহের টাউন হল মোড়ে তারেক স্মৃতি অডিটোরিয়াম এর সামনের মাঠে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সরকারি আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন চক্রবর্তী,
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে অধ্যক্ষ ড. এ. কে. এম আবদুর রফিক, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন।অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপস্থাপক সজল কোরাইশী,স্বাগত বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম।কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি বলেন,
ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী, আর আমি এই শিক্ষা নগরী হতেই আমার শিক্ষা জীবন সমাপ্ত করেছি,আজ আমি জিলা স্কুল হতে শিক্ষা গ্রহণ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হয়েছি,আমার বিশ্বাস তোমারাও শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে ও আমার চেয়ে ভালো পর্যায়ে যাবে। ইকরামুল হক টিটু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠিত হয়েছে। শিক্ষা নগরী ময়মনসিংহে শিক্ষাবোর্ড গঠিত হয়েছে।