স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সাহিত্য সম্পাদক ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক তাইজুল ইসলাম জুয়েল ও তাঁর ছোট বোন অষ্টম শ্রেণি পড়োয়া ছাত্রী মোছাঃ খাদিজা আক্তার রিনা সন্ত্রাসী হামলায় শিকার হয়েছে। জানা যায়, গত ০৩ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সময় গৌরীপুর উপজেলার শালিহর মুন্সিরচক এলাকার সাংবাদিক তাইজুল ইসলাম জুয়েল এর বসত বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার আনুমানিক রাত ১১ ঘটিকার সময়ে জুয়েল ও তাঁর ছোট বোনকে গুরুতর রক্তাক্ত অবস্থায় গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা আহত সাংবাদিক জুয়েলের। তিনি বলেন, সন্ত্রাসীর দা, বল্লম, শলকি, রড, লাঠি দিয়ে শরীর বিভিন্ন জায়গায় আঘাত করে। আমি ও আমার ছোট বোন মনে করেছিলাম আজ মনে হয় আমাদের জীবনের শেষ দিন। আমাদের একেবারে হত্যার উদ্দেশ্য নিয়েই আমাদের বাড়িতে হামলা করে। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। আমাদের চিৎকারে আসেপাশের লোকজন দৌড়ে এসে আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে। তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দলবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা করে। এ সময় তার পরিবারের লোকজনসহ কয়েকজন আহত হয়। হামলাকারী ১। মোঃ নাঈম (২৫) ২। মোঃ ফয়সাল মিয়া (১৯) ৩। মোঃ আজিজুল হক (৪৮) ৪। মোঃ এমদাদুল হক (৪০) সকলেই গৌরীপুরের স্থানীয় সন্ত্রাসী বলে জানান। এদের আচরণ এবং চলাফেরায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় সাংবাদিক তাইজুল ইসলাম জুয়েল এর মা সুফিয়া বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা দায়ের করেন। গৌরীপুর থানার মামলা নং ০৩ তারিখ- ১৫/০৪/২০২১ ইং। হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীও জানান আহত জুয়েল ও তাঁর ছোট বোন। এরকম সংবাদ এর ভিত্তিতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ০৪ এপ্রিল দুপুরে গৌরীপুর হাসপাতালে আহত সাংবাদিক তাইজুল ইসলাম জুয়েল ও তাঁর ছোট বোনসহ তাঁর মায়ের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে গোলাম কিবরিয়া পলাশ বলেন, আমাদের সংগঠন সর্বদাই নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়িয়েছে। এমনকি জুয়েল ও তাঁর পরিবারের পাশে আমরা আছি। যদি এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচার না করা হয়। প্রয়োজনে সারা বাংলাদেশ এর ৬৪ টি জেলায় এক সাথে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল এর কর্মসূচি দেয়া হবে।
Leave a Reply