এনামুল হক ছোটনঃ ” খেলা – পড়া- শৃঙ্খলা এই তিনে এ জীবন গড়া”এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২১-২৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুল ফোর্স ক্লাব (এম জেড এস)। ময়মনসিংহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। সভাপতির বক্তব্যে আশরাফ হোসাইন বলেন,ময়মনসিংহের ছেলেরা ভালো হ্যান্ডবল খেলে,এই খেলাটি দেখে খুবই ভালো লাগলো,এই হ্যান্ডবল খেলাটির প্রচার ও প্রসার ঘটাতে হবে। আর এমন একটি আয়োজনে যারা সহোযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানাই। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( সার্বিক) জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম রতন সহ প্রমুখ। উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও কৃতজ্ঞতায় ছিলো ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
News Title :
উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমজেটএস
-
Reporter Name
- Update Time : 01:14:56 pm, Wednesday, 24 March 2021
- 29 Time View
Tag :
Popular Post