সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
এনামুল হক ছোটন : ময়মনসিংহের সকল অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রম ও ব্যবস্থা গ্রহণ করছে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ত্রিশাল উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩( সংশোধিত ২০১৯)এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটাকে বর্ণিত আইনের ধারা ৫ এর ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্হাপন, পরিচালনা ও জেলা প্রশাসনের অনুমোদন ব্যাতিত মাটি সংগ্রহের অপরাধে বাগান ব্রিকসকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) জরিমানা ও ত্রিশাল ব্রিকসকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ)জরিমানা সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা ধার্য করা সহ আদায় করা হয় এবং এই দুইটি ইটভাটা সহ একতা ব্রিসকে ভেঙে গুটিয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হক এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব লোভানা জামিল। এসময় ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার উপস্থিত ছিলেন এবং স্থানীয় পুলিশ নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন। মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে জানতে চাইলে উপ – পরিচালক মিহির লাল সরদার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply