সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ন
এনামুল হক ছোটন: নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি সরবরাহ এবং সরকার নির্ধারিত বিধি না মেনে বিড়ি প্যাকেটজাত করার অপরাধে মোল্লা বিঁড়ির বিরুদ্ধে গত রবিবার (১৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করা হয়।
নকল ব্যান্ডরোল ব্যবহার করে মোল্লা বিড়ি সরবরাহ করায় ও সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে মর্মে প্রতীয়মান হওয়ায় নকল ব্যন্ডরোল ব্যবহার করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ এর ৫৩ ধারায় ২০,০০০ ( বিশ হাজার টাকা) অর্থদণ্ড জরিমানা করা হয়।ময়মনসিংহের দাপুনিয়ায় উক্ত অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের ম্যাজিস্ট্রট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা পুলিশ ময়মনসিংহ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন কতৃপক্ষ।
ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোল্লা বিঁড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে। কিছুদিন পূর্বেও মোল্লা বিঁড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্তক করা হলেও মোল্লা বিঁড়ি কর্তৃপক্ষ আমলে নেয়নি তাই দ্রুতই মোল্লা বিঁড়ির কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply