রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন
এনামুল হক ছোটন “মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার” এই স্লোগান নিয়ে ময়মনসিংহে মাদকাসক্ত সনাক্তকরণের জন্য ডোপ টেস্ট ( dope test) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ রবিবার ( ১০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের সামনে বেলুন উড়িয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান ও ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম
এবং ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ -সভাপতি শংকর সাহা, নারী সমাজকর্মী ঝিনুক, ময়মনসিংহ জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ। ডোপ টেস্টে ময়মনসিংহের সোহেল, মাসুদ সহ অনেকেরই পজিটিভ আসে।
উক্ত কার্যক্রমে সহযোগিতা করছে ময়মনসিংহ র্যাব-১৪ ও পুলিশ প্রশাসন এবং ময়মনসিংহ চেম্বার অফ কমার্স। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জানায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply