বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:১০ অপরাহ্ন
এনামুল হক ছোটন: বিশ্বের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি। আর কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বেস্ট ভলেন্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি ময়মনসিংহ ইউনিটের উপ যুবপ্রধান সুবর্না বিশ্বাস। তিনি ময়মনসিংহ যুব রেডক্রিসেন্টের হয়ে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বেস্ট এ্যাওয়ার্ড জয়ী সুবর্না বিশ্বাস জানান,এ পুরস্কার আমাদের সকলের, ময়মনসিংহ যুব রেডক্রিসেন্টের। আর সকলের সহযোগিতা আমি এই পুরস্কার অর্জন করেছি এটা খুবই গর্বের বিষয়। তাই এই পুরস্কার আমি সকলের জন্য উৎসর্গ করলাম।
উল্লেখ্য গত রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সোসাইটির ষষ্ঠ পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা ও বেস্ট ভলেন্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির ৬৪ টি জেলা ও ৪ টি সিটি ইউনিটের ডেলিগেটবৃন্দ,আইএফআরসি ও আইসিআরসি বাংলাদেশস্থ প্রধানগণ এবং বিভিন্ন জেলার জাতীয় সোসাইটির প্রতিনিধি ও রাজধানী সহ সারাদেশের প্রায় শতাধিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দূর্যোগের ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের পাশাপাশি জনগণের মানবতার সেবায় নিয়মিত কাজ করে যাচ্ছে।বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দূর্যোগপ্রবণ দেশ।আর যে কোন দূর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় রেডক্রিসেন্টের প্রায় সাত লক্ষাধিক ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকেবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা যেভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে ভয়কে জয় করে করোনা মোকেবেলায় সচেতনতা বৃদ্ধি ও করোনা প্রতিরোধ সহ ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ তাদের সেবায় যে কাজ করে যাচ্ছে তা সত্যি অতুলনীয়। আর এই বেস্ট এ্যাওয়ার্ড হচ্ছে তাদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা। এতে ভবিষ্যতে ভলেন্টিয়াররা কাজে উৎসাহিত পাবে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানাই।
Leave a Reply