বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন
এনামুল হক ছোটন: ময়মনসিংহ নগরীর অপরাধ নির্মূলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ নগরী জুড়ে চলছে মোবাইল পুলিশ ও সাড়াশি অভিযান। উক্ত কার্যক্রমকে আরও তরান্বিত করতে বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাগত রাতে মোহাম্মদ দুলাল আকন্দ এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডিবি রোড এলাকায় থেকে পলাতক জি আর ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ সানি মিয়া(২০),পিতা মৃত – শামসুদ্দিন, সাং- ৩৩/সেহড়া, ডিবি রোড কে এস আই রেজাউল করিম ও এ এসআই মোঃ আল আমিন গ্রেফতার করে। এ বিষয়ে ১ নং ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ জানান, আমি পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি ধরার মাধ্যমে ও পুলিশ টহল জোরদারের মাধ্যমে বিভিন্ন অপরাধ ( চুরি, ছিনতাই,ইভটিজিং, বাল্যবিবাহ ও ধর্ষণ) প্রতিরোধ করতে চাই। পাশাপাশি এই কাজে সকলের সহযোগিতা চাই। আমার ফাঁড়ি এলাকায় যেখানেই যে কোন আসামি পালিয়ে থাকুক না কেন আমি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো । তিনি আরও জানান, নগরীর অপরাধ নির্মূলে ও মামলার নিষ্পত্তি জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply