বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:৩৮ অপরাহ্ন
এনামুল হক ছোটন: বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ। আর এই ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক ও পরিছন্ন নগরী হিসাবে গড়ে তুলার লক্ষ্যে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আর এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা জন্য বর্জ্য ব্যবস্থাপনা খাতে দুটি আধুনিক মেশিন সংযোজনের মাধ্যমে আধুনিকায়ন।
আজ সোমবার ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা জন্য জীবাণুনাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিন নামে দুটি মেশিন সংযোজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু। নগরীর নতুন বাজার মোড় থেকে এই কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা:এইচ কে দেবনাথ সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply