মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
এনামুল হক ছোটন:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান ”
“পরিবেশ আপনাকে বাঁচাবে”এই স্লোগানকে নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র মো:ইকরামুল হক টিটুর নির্দেশে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির সার্বিক সহযোগিতায় সঞ্জীবন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে গত ১০ জুলাই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
নগরীর ৪নং ওয়ার্ডের গোয়ালকান্দি হাইস্কুল ও আইডিয়াল স্কুলে ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। উক্ত কর্মসূচি অংশগ্রহণ করে সঞ্জীবন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি রিফাত ইসলাম, প্রান্ত,নাইম, শুভ,ওয়াহিদুল, হৃদয়,মহসিন,আকাশ,নাবিল,
সাব্বির,রাফি,হাসান,মারুফ, দুর্জয়সহ প্রমুখ
Leave a Reply