এনামুল হক ছোটন
করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহে র্যাব -১৪ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ময়মনসিংহ নগরীর ছোট বাজার ও চরপাড়া মোড় এলকায় দুটি পয়েন্টে পানির ট্যাংক বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা কার্যক্রমের আজ উদ্বোধন করেন র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল এফতেখার উদ্দিন।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহে র্যাব -১৪ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ময়মনসিংহ নগরীর ছোট বাজার ও চরপাড়া মোড় এলকায় দুটি পয়েন্টে পানির ট্যাংক বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা কার্যক্রমের আজ উদ্বোধন করেন র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল এফতেখার উদ্দিন।

এ সময় তিনি বলেন, দেশ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে র্যাব। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই মহামারি থেকে বাঁচার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে প্রতিরোধ যুদ্ধে সামিল হলাম। প্রাথমিকভাবে প্রতি জেলায় দুটি করে পানির ট্যাংক বসানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

এর আগে করোনা ভাইরাসের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে নগরীর ছোট বাজার এলাকায় পাইকারী আড়ত ও খুচরা দোকান গুলোতে বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা নেয়া থেকে বিরত থাকতে সতর্ক করেন র্যাব-১৪ এর অধিনায়ক। উক্ত কার্যক্রমে র্যাব -১৪ এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।