এনামুল হক ছোটন :
করোনা ভাইরাসের(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ।করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নগরীর রহমতপুর,
বাইপাস এলাকাসহ বিভিন্ন এলাকার মসজিদে ওজু খানায় সাবান বেঁধে দেওয়া সহ বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেন।করোনা ভাইরাস বাংলাদেশে বিস্তারের পর থেকে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য দিন- রাত নিরলসভাবে নিজ উদ্যোগে কাজ চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
এছাড়াও সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে পরামর্শ প্রদান ও ভাইরাস প্রতিরোধ করতে তার প্রচার চালিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এর পাশাপাশি টানিয়ে দেওয়া হচ্ছে।