এনামুল হক ছোটন :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের উদ্যেগে করোনা ভাইরাস(কোভিড-১৯) বিষয়ে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম আজকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্পটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের ইউনিট কর্মকর্তা আঃ মান্নান ও যুব-প্রধান মোঃ নাজমুল হক সরকারের তত্ত্বাবধানে এবং যুব রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান মাহাবুব আলম এর নেতৃত্বে উক্ত সচেতনতামূলক কার্যক্রম যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের দ্বারা ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ ও মাইকিং এর পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ময়মনসিংহ জেলা পরিষদের সামনে হাত ধুয়ারও ব্যবস্থা গ্রহণ করা হয়। আর আগামীকালও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য শ্রমজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে এক হাজার সাবান ও এক হাজার মাস্ক বিতরণ করা হবে।