আনোয়ারুল কবিরঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে “প্রতিদিনের বাংলাদেশ” পত্রিকা (অনলাইন) এর অফিসের সামনে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার পৌরসভার মধ্যে বাজার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার (অনলাইন) সম্পাদক মাজহারুল হক এর উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। করুনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় সর্বসাধারণের জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, হাত ধোয়ার পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে।

মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পূর্বে জন সচেতনতার লক্ষ্যে সবাইকে থেমে থেমে হাত, মুখ সাবান দিয়ে ধৌত করার জন্য অনলাইন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এর সৌজন্যে বিশুদ্ধ পানি,সাবান এর ব্যাবস্থ্যা দেয়া হয়েছে।
এবং অনুরোধ করা হচ্ছে যে সবাই যেন নিজ দ্বায়িত্বে ভালভাবে হাত ,মূখ ধূতে পারেন। এই সেবাটি চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সবাই সবার পাশে থাকবো আর আসুন মহান আল্লাহ পাকের কাছে তওবা করি এবং দেশ ও জাতির জন্য রুগ থেকে পানাহ চেয়ে সাহায্য পার্থনা করি।তাছাড়া তিনি এ মহামারী থেকে মুক্তি এবং সরকার যেন জনগনের হয়ে কাজ করতে পারে এ জন্য মহান আল্লাহর কাছে পানাহা চান।