এনামুল হক ছোটন :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ও সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ।করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার সিরতা ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদে ওজু খানায় সাবান বেঁধে দেওয়া সহ বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেন।
করোনা ভাইরাস বাংলাদেশে বিস্তারের পর থেকে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য দিন- রাত নিরলসভাবে নিজ উদ্যোগে কাজ চালিয়ে যাচ্ছেন সদর উপজেলার সিরতা ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়াও সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে মানুষকে করোনা ভাইরাস কোন আতংক নয়, সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে তার প্রচার চালিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা বিজয় বলেন,ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমি আমরা এলাকায় কার্যক্রম চালিয়ে যাব।