এনামুল হক ছোটন :
বর্তমান সময়ের সবচেয়ে আতংক করোনা ভাইরাস প্রতিরোধে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বিশেষ সভা অনুষ্ঠিত।ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দূর্যোগ প্রতিরোধ বিশেষ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃআহমারউজ্জামান,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সহ-সভাপতি আমিনুল হক শামীম, সিভিল সার্জন অফিসার, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক,
মমেক হাসপাতালের প্রতিনিধি, জেলা তথ্য অফিসে প্রতিনিধি সহ ময়মনসিংহ জেলার সকল প্রশাসনের প্রতিনিধিগণ ও ময়মনসিংহ রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রতিনিধি,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন। এছাড়াও বিশেষ সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলাম এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করে বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও কর্মকর্তাগণ।করোনা ভাইরাস প্রতিরোধে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলো হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিট গঠন,রোগীদের সেবা প্রদানের জন্য ২ টি হট নাম্বার চালু ও সেবা নিশ্চিত করা, বিদেশ হতে আগত সকলকেই হোম কোয়ারেইন্টারে রাখা ও না থাকতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ, করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বা সিটি করপোরেশন দ্রুত ব্যবস্থা গ্রহণ,আওয়ামী লীগসহ তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যাপক প্রচার (লিফটের বিতরণ), গুজব প্রতিরোধ করা সহ আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভার আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন।