এনামুল হক ছোটন :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ(মুজিববর্ষ) পালন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ বিভিন্ন কর্মসূচি পালন করে। ভোর সাড়ে ৬টায় নগরীর ১১ নং কালীবাড়ি রোডস্থ জেলা আওয়ামিলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় পুলিশ লাইনস্থ চেতনায় অম্লান এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দুঃস্থ ও এতিমদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে সারাদিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের কর্মসুচীতে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: আমিনুল হক শামীম, এডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ ও ড. সামিউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট মো: জালাল উদ্দিন খান, প্রচার সম্পাদক আহসান মো: আজাদ, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, শাহরিয়ার মো: রাহাত খান, মহানগর যুবলীগের আহবায়ক মো: শাহিনুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিনা রশিদ ও সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার ছাড়াও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অন্যান্য সংগঠন ও মসিকের কাউন্সিলর সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসুচী পালন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।