এনামুল হক ছোটন :
ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে পেনশন সুবিধাভোগীরা তাদের ভাতাদি পাবেন, মুজিব বর্ষে মহা- হিসাব নিয়ন্ত্রন বিভাগের এই অঙ্গীকার নিয়ে সরকারের অর্থ সঠিকভাবে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর কাচিঝুলি ঈদগাহ মাঠ সংলগ্ন ময়মনসিংহ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিসাব মহানিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম এ সব কথা বলেন। তিনি আরো বরেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। অন্যান্য দপ্তর ও সেক্টরের ন্যায় হিসাব মহানিয়ন্ত্রণ শাখা পেপারলেস বা কাগজপত্র বিহীন অফিস গড়তে কাজ করছে। যা চলতি বছরের ৩০ জুনের মধ্যেই পরিপূর্ণ রূপ দিতে হিসাব নিয়ন্ত্রণ শাখা কাজ করছে। ফলে পেনশন ভোগীদেরকে আর অফিসে দৌড়ে আসতে হবে না।
ঘরে বসেই মাসের শুরুতে নিজ একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। তবে পেনশন ভোগীরা জীবিত না মৃত তা যাচাই করতে প্রতি বছর একবার ইউনিয়ন তথ্য কেন্দ্র বা মোবাইল অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বিভাগীয় কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) মোঃ আনিছুর রহমান,ময়মনসিংহের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডা. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান প্রমুখ। এ সময় বিভাগীয়, জেলা ও বিচার প্রশাসনের কর্মকর্তাসহ ময়মনসিংহে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।