এনামুল হক ছোটন
ময়মনসিংহে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহে আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ মার্চ (বুধবার) সকালে ময়মনসিংহের গ্রীণপার্ক রেস্টুরেন্টের এর সামনে থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (ময়মনসিংহ -৩)গৌরীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন এমপি।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শ্রোতা না থাকলে টিভির নাম থাকে না,পত্রিকা বা টিভি যদি দর্শকপ্রিয় বা শ্রুতিমধুর না হয় তাহলে এই পত্রিকা বা টিভি চ্যালেনকে কেউ মূল্যায়ন করে না,সাংবাদিকদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, সংবাদ প্রকাশে বন্ধুকে চেনা যাবে না, সত্য প্রকাশ করতে হবে।
বিদায় হজ্জের ভাষণে মহানবী( সাঃ)বলেছিলেন, মানব জাতিকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন আর আমি বলতে চাই স্বাধীন বাঙালি জাতিকে সৃষ্টি করেছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকর্ষণীয়, দর্শকপ্রিয় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আনন্দ টিভিকে আরও দর্শকপ্রিয় করে গড়ে তুলুন।আমি আনন্দ টিভির মঙ্গল কামনা করছি, আপনারা এগিয়ে যান। আনন্দ টিভির ময়মনসিংহ প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পর চৌধুরী, আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিক,বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম মিন্টু, ময়মনসিংহ জেলা শাখার সহ- সভাপতি এম আরিফ উল্লাহ খান ( বাপ্পী)।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাঙালী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান তালুকদার, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণত সম্পাদক আজহারুল আলম,উর্মি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক,আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান, সূর্বণ বাংলার সম্পাদক আরিফ রেওগীর, সময় টিভির ক্যামেরাম্যান হোসেন আলী,৭১ টিভির ক্যামেরাম্যান নূরজ্জামান, সকালের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি প্রদীপ বিশ্বাস,আজকের বসুন্ধরার ময়মনসিংহ প্রতিনিধি মফিদুল ইসলাম লাভলু, দৈনিক বর্তমান কথা ময়মনসিংহ প্রতিনিধি ও ময়মনসিংহ প্রতিদিন এর ম্যানেজার এনামুল হক ছোটন,আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার সুমন ভট্টাচার্য, আজকের খবরের স্টাফ রিপোর্টার রহিমুজ্জামান রোকন, দৈনিক বাংলার সময় ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম জুয়েল,দৈনিক জাহানের প্রতিনিধি রাশেদ আহমেদ, টি ওয়ানের প্রতিনিধি আলমগীর, সাংবাদিক বেলাল,মোহাম্মদ আলী,সেলিম মিয়া, রাজীব,সুজন, দীপক দে সহ রাজনৈতিক ও ব্যবসায়িক সহ সকল শ্রেণি-পেশার মানুষ।