এনামুল হক ছোটন:
প্রত্যেক বাবা -মা কে উদ্দেশ্য করে বলছি, আপনার সন্তান কে কে করবে আর করে কি হবে এটা পরের বিষয়, তবে থাকে আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন।বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিনামূল্যে বই বিতরণ সহ যে সকল সুযোগ সুবিধা প্রদান করছে এতে করে এখনি উপযুক্ত সময় ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন।আমি সকল কৃতি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেছেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। “মুজিব বর্ষে শিক্ষা খাত এগিয়ে যাবে অনেক ধাপ” এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ও প্রধান শিক্ষকবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২০ গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম।উপজেলা সরকারি শিক্ষা অফিসার নাহিদা পারভীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল কৃতি শিক্ষার্থীরা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন ময়মনসিংহ এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ।