এনামুল হক ছোটন :
“সোনালী আাশেঁ সোনার দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে জাতীয় পাট দিবস -২০২০ উপলক্ষে ময়মনসিংহের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তরের আয়োজনে গত শুক্রবার (০৬ মার্চ) ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ মিজান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাদিকের রহমান। এছাড়াও পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক এটি এম আলমগীর, পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী, ত্রিশালের উপসহকারী সোলায়মান কবির, গৌরীপুরের পাট পরিদর্শক আব্দুল কাইয়ুম, আশরাফুল কামাল সহ পাট অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।