এনামুল হক ছোটন :
“মুজিব বর্ষে মুয়েট চাই”এই স্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ বাসীর প্রাণের দাবি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (মুয়েট) এর রুপান্তর করার দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করর কলেজটির চার শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে কোন মেডিক্যাল টিম নেই, আবাসন সমস্যা, যাতায়াতের জন্য নিজস্ব যানবাহন সংকট, দক্ষ জনবলের অভাব ও শিক্ষক সংকটসহ ভিবিন্ন সমস্যার কথা তুলে ধরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, ২০০৭ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। যা এখনো বিদ্যমান। কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। শিক্ষার্থীরা আরো বলেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় পরীক্ষার ফলাফল দিতে দেরি হওয়ায় সেশন জটে পড়তে হয়। কলেজটিকে দ্রুত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে এসব সমস্যা সমাধান সম্ভব।তাই শিক্ষার্থীরা এই মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম ভূইয়া, মাহফুজ বিন তামিম,মেহেদী হাসান,মাহমুদুল হক তুষার, আরিফুল ইসলাম শুভ,সাইফুল ইসলাম সৌরভ, মেহেদী হাসান বাঁধন, সাজ্জাদুর করিম,নওশিন আক্তার ও সাদিয়া আক্তারসহ প্রমুখ।
Chat Conversation End