নিজস্ব প্রতিবেবেদক :
বাসাফ এবং এর অন্যতম অনন্য প্লাটফর্ম দূর্জয় তারুণ্য ইয়ূথ ফোরাম যুবক-যুবতীদের মধ্যে প্রতিভা জাগানো নিয়ে ময়মনসিংহে দীর্ঘ দিন যাবৎ কার্যক্রম করে আসছে । যেখানে নাগরিক, সামাজিক সকল বার্তা পৌঁছানো হয়। তৈরি করা হয় উদ্যোগক্তা। যাদের কে বিভিন্ন ট্রেনিং করিয়ে গড়ে তোলা হয় সাফল্যর ধারগড়ায়। এমন একটি বার্তা নিয়ে কাজ করছে বাসাফ। দেশের ৬৪ টি জেলা এবং ৪৯২ টি উপজেলায় নাগরিক সচেতনতার বার্তা নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান। তাঁরই ধারাবাহিকতায় গত ০৩ মার্চ ২০২০ মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ড বাঁশবাড়ি কলোনি ক্লাব ঘরে কিশোরী ওরিয়েশন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়মিত কাজের অংশ হিসাবে বাসাফ এবং দূর্জয় তারুণ্য ইয়ূথ ফোরামের কাজ কে আরও বেগবান করতে সকল এলাকায় ইয়ূথ ফোরাম গঠন সম্পর্কিত আলোচনা ও উঠান বৈঠক হয়। এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাসাফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক জনাব এনায়েত কবির, যার অদম্য চেষ্টা এবং তরুণ তরুণী দের সহযোগিতার মাধ্যমে বাসাফ বাংলাদেশের দুই তৃতীয়াংশ তরুণ তরুণী র জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে । তিনি বলেন ময়মনসিংহের সিটি কর্পোরেশন এলাকার সকল ওয়ার্ডে যুব বান্ধব সকল সেবা চালু হবে, মেয়েদের এগিয়ে চলার প্লাটফর্ম ” স্বপ্ন কন্যা ” শো রুম এবং প্রকল্প চালু হবে। যেখানে থাকবে বয়:সন্ধিকালীন সেবা,প্রজনন স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যকর মাসিক ব্যাবস্থাপনা, স্বাস্থ্য সেবা ক্যাম্প, প্রশ্ন বক্স ও উওর বোর্ড এএবং মেয়েদের প্রয়োজনীয় পন্য সেবা পাওয়া যাবে।এ সময় উক্ত উঠান বৈঠক ও ওরিয়েন্টশন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাফ বাঁশবাড়ি কমিউনিটি গ্রুপের সভাপতি জনাবা মাজেদা বেগম।তিনি বলেন,সকল এলাকায় কিশোর কিশোরী সচেতনতা মূলক অনুষ্ঠান করা খুবই জরুরী। এতে আরো উপস্থিত ছিলেন ইয়ূর্থ অর্গানাইজার শাকিল আহমেদ এবং জান্নাতুল ফেরদৌস জুঁই। দুজনই ইয়ূথদের যুব বান্ধব সেবা এবং শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।