এনামুল হক ছোটন :
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগান নিয়ে ময়মনসিংহে গতকাল রবিবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে -২০২০ উপলক্ষে নিহত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালের নিহত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে চেতনা অম্লানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, র্যাব-১৪ , সিআইডি পুলিশ, পুলিশ প্রশাসন সহ নিহত শহীদ পুলিশের পরিবারবর্গ।
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগান নিয়ে ময়মনসিংহে গতকাল রবিবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে -২০২০ উপলক্ষে নিহত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালের নিহত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে চেতনা অম্লানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, র্যাব-১৪ , সিআইডি পুলিশ, পুলিশ প্রশাসন সহ নিহত শহীদ পুলিশের পরিবারবর্গ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো: হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আ’লীগ সভাপতি এড.জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, এবং শহীদ পরিবারবর্গের পক্ষে বক্তব্য রাখেন মৃত এএসআই মোশারফ হোসেনের স্ত্রী মনোয়ার বেগম সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো: আহমার উজ্জামান। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুল ইসলাম, জেলা ট্রাফিক পরিদর্শক মো: মাহবুবুর রহমানসহ জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আলোচনা সভায় জেলার ৬৫ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।