এনামুল হক ছোটন : ময়মনসিংহের ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে গতকাল শনিবার(২৯ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ মিজানুর রহমান ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃআহমার উজ্জামান পিপিএম -সেবা এবং ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান,জেলা ও উপজেলার স্কাউটের সকল কর্মকর্তা ও কর্মচারীগন। স্কাউটের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউট দল অংশগ্রহণ করেন।