এনামুল হক ছোটন :
সামাজিক দায়িত্ববোধ ও শ্রদ্ধার মাধ্যমে পরিপূর্ণ গুণাবলী অর্জন করা যায়, খেলাধূলা স্বাভাবিক ভাবেই মনকে তরান্বিত করে, খেলাধূলা পরিপূর্ণ জীবন গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মানুষের পক্ষে শুধু উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ সম্ভব নয়। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই উচ্চশিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, দেশপ্রেম, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ-ভালোবাসা দিতে হবে। সকল গুণাবলী নিজের ভেতরে ধারণ করতে হবে। এ সময় তিনি এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং বলেন এভাবে ক্রিকেট চর্চার মাধ্যমে ক্রিকেট বিশ্বে দেশের মুখ উজ্জল কর সম্ভব । খেলাধূলা বঙ্গবন্ধু নিজেও সক্রিয় মনোনিবেশ করতেন,জাতীর পিতার আদর্শে তোমরা একজন মহান মানুষ হিসাবে গড়ে উঠবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এরকম একটি সুন্দর আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আজ ২৭ ফেব্রুয়ারী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের -২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আনন্দ মোহন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা),কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার,আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর মোঃ আব্দুল হামিদ।
আরও উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক কমিটির সদস্য খান মোঃ সাদি,সদস্য কামরুল ইসলাম, তোফায়েল আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান,ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম, ২০ টি বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষক মন্ডলী এবং সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আদায়ের ক্ষেত্রে যাদের প্রস্তাবনায় উক্ত বঙ্গবন্ধু আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এবং ২০ টি বিভাগের ক্রিকেট টীম ও ক্রিকেট টীমের কর্মকর্তা ও ছাত্র- ছাত্রীগন ।পরে উদ্বোধনী খেলায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ক্রিকেট টীমকে প্রতিদ্বন্ধিতা করে মার্কেটিং বিভাগের ক্রিকেট টীম ।