এনামুল হক ছোটন :
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ নির্বাচন -২০২০ গতকাল বুধবার(২৬ফেব্রুয়ারী) ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের কার্যালয়ে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে সভাপতি মোঃ নজরুল ইসলাম ১৫০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালামের ১৩৬ ভোটের চেয়ে ১৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। সাধারণত সম্পাদক পদে মোঃ হোছাইন আহমেদ (মুকুল) ১৭০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশাররফ হোসেন ১২০ ভোটের চেয়ে ৫০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সহ সভাপতি পদে মোঃ শহীদুল হক ( মিলন) ১৬৩ ভোট ,সহ সাধারণ সম্পাদক পদে মোঃ নবী হোসেন (রবিন) ১৪২ ভোট,অর্থ সম্পাদক পদে মোঃ শাজাহান ১৪৩ ভোট, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে মোঃ খায়রুল ইসলাম সুজন ১৬৫ ভোট,
সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ ইকবাল হোসেন ১৫৮ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান ১৮১ ভোট, মহিলা সম্পাদিকা পদে মোছাঃ সাদিয়া আমিনা ১৪৯ ভোট, নির্বাহী সদস্য পদে মোঃ আব্দুল মান্নান ১৬২ ভোট,মোঃ কবির উদ্দিন ১৪৫ ভোট,মোহাম্মদ আনোয়ার ১৪২ ভোট,মানিক কুমার লামা ১৩৬ ভোট,মোঃ গোলাম মোস্তফা ১৩১ ভোট, আজিজুল হক ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়।বিগত দুইবার কালাম -মোশারফ প্যানেল বিজয়ী হলেও এইবার নজরুল – মুকুল প্যানেল বিজয়ী লাভ করেছে।নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুর রহিম।এছাড়াও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পুলিশ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে বিজয়ী সভাপতি নজরুল ইসলাম বলেন,যেহেতু আমি বিজয়ী হয়েছি সেহেতু আমি মনে করি আমাকে সবাই ভোট দিয়েছে, আমি ৩১৪ ভোটই পেয়েছি , আমি কর্মচারীদের ন্যায দাবি আদায় করতে চেষ্টা করবো। বিজয়ী সাধারণ সম্পাদক মুকুল বলেন,আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের কাছে ঋণী ও কৃতজ্ঞ,আমি তাদের ( কর্মচারীদের)দাবি আদায়ের মাধ্যমে কিছুটা হলেও ঋণ শোধ করার চেষ্টা করবো আর সকলের সহযোগিতা চাই।