এনামুল হক ছোটন : “বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ,বেকার মুক্ত হবে বাংলাদেশ “মুজিববর্ষে কেউ বেকার থাকবে না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঙ্গীকারকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ প্যানেলের জাতীয় কর্মসূচির অংশ গ্রহণ হিসাবে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ প্যানেল ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আজাহারুল ইসলাম জনির সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আব্দুলা আল-মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান পিয়েল ও তরণী আলম এবং ধোবাউড়া উপজেলা প্যানেলের সভাপতি মাসুম মিয়া, ভালুকা উপজেলার সভাপতি জমির উদ্দীন সরকার। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন উপজেলা হতে কয়েকশত মেধাবী চাকরিপ্রার্থীরা অংশ গ্রহণ করে।
তাদের মূল দাবী ছিলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে যেন প্যালেন করে অবিলম্বে ২০১৪ ইং ন্যায় সরাসরি নিয়োগ দেওয়া হয়। তারা মুজিবশতবর্ষকে সামনে রেখে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার জন্য মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানকে স্মারকলিপি প্রদান করে।