এনামুল হক ছোটন :
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগান নিয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ময়মনসিংহের পুলিশ লাইন্সে পুলিশের ছেলেমেয়েদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
উক্ত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর সভাপতিত্বে চিত্রাংক ও সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ হুমায়ূন কবির।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী এর সঞ্চালনায় আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ব্যতিক্রমী রক্তদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ গোয়েন্দা শাখার(ডিবি) ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ও ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।