এনামুল হক ছোটন :
ময়মনসিংহ স্বনামধন্য বিদ্যাপীঠ এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২০ইং আজ বুধবার ময়মনসিংহ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণকারী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শক শেখ মোঃ হাবিবুর রহমান , এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফান্ডেশন এর পরিচালক ও নির্বাহী পরিচালক শাহ মোঃ মোস্তফা নূর, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফান্ডেশন এর পরিচালক (অর্থ) মোঃ আব্দুল রাজ্জাক, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফাউন্ডেশন এর পরিচালক মিসেস কামরুন্নাহার সহ অনেকেই উপস্থিত ছিলেন।এছাড়াও কলেজের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীগন উপস্থিত ছিলেন।