এনামুল হক ছোটন :
বসন্তের আগুন লাগা ফাগুনে প্রকৃতিতে নেমেছে ভালোবাসার মৌসুম। ১৪ ফেব্রুয়ারি ছিলো “বিশ্ব ভালবাসা দিবস”। আর সেই ভালোবাসা দিবসের চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়ে গ্রীণ লাইফ ফাউন্ডেশনের ” ২ টাকার খাবার ” এর একঝাঁক তরুণ – তরুণী মিলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম এক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল। আর এ কাজের উদ্যোগ নেয় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজে নিয়োজিত সংগঠন গ্রীন লাইফ ফাউন্ডেশন (২ টাকার খাবার)।২ টাকার খাবার এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুের সাথে ভালবাসা দিবস” শিরোনামে আয়োজিত অনুষ্টানের সূচনা হয় ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর থানার ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদীর চরে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ ফাউন্ডেশন (২ টাকার খাবার) প্রধান উপদেষ্ঠা নজরুল ইসলাম জুয়েল ও মফিদুল ইসলাম লাভলু, সংগঠনের সভাপতি রোবায়েত হুসাইন রুসাত, সহ সিনিয়র সভাপতি এনামুল হক ছোটন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ, মোঃসবুজ, মারিয়া আক্তার মাহিন,বেলী,মোখলেস,জেমি,তানিয়া,রিতু,মুয়িদুর,জাবিন,,আলআমিন,শুভ,নাইম,মহিবুল,শাকিলা,শান্ত,সোহেল মোঃ রাসেল মন্ডল, তাজরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ভালবাসা উদযাপনে করতে ছুটে এসেছিলেন আর.রহমান কর্পোরেশনেরমেনেজিং ডিরেক্টর মাহমুদুল মুজিব অভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এসেছিলেন বিভিন্ন প্রান্তরের নানান মানুষ সবাই শিশুদের জন্য নিয়ে এসেছিলেন গোলাপ, চকলেটসহ হরেক রকমের উপহার। অনুষ্টানের শুরুতেই আগত অতিথিরা সুবিধা বঞ্চিত এসব শিশুদের খাবার ফুল ও চকলেট দিয়ে ভালবাসা ভাগাভাগি করে নেয়। পরে উপস্থিত অতিথিগণ ” গ্রীন লাইফ ফাউন্ডেশন” (২ টাকার খাবার)পরিবারের সদস্য ও উপস্থিত দর্শকদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্টানের শুভসূচনা হয়। অনুষ্টানে সুবিধাবঞ্চিত পথশিশুদের কে খাবার দেওয়া হয়।পরে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি এবং অভিনয় অংশ গ্রহণ করেন পথশিশুরা।
শিশুদের পাশাপাশি সংগঠনের সদস্যরাও নাচ ও গান পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দে ভরিয়ে তুলে। অনুষ্টানে আগত অতিথিরা বলেন, বিশ্ব ভালবাসা দিবসে ব্যতিক্রম আজকের এই আয়োজনটি ভালবাসা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে।
সত্যিকারের নিষ্কলুষ ভালবাসা এই শিশুদের মাঝেই নিহিত। এই ধরণের ইভেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে “রুবায়েত হোসেন রোশাত বলেন, আপনজনের সাথে আমরা ভালবাসা ভাগাভাগি করি প্রতি নিয়ত। কিন্তু যাদের ভালবাসা দেওয়ার মত কেউ নেই, যাদের ভালবাসা চাওয়াটাও যেন এক ধরণের অপরাধ তাদের কথা ভেবে
এইবারও আমরা আয়োজন করেছি এই ইভেন্টের। আজকের দিনটাতে অন্তত তাদেরকে ভরিয়ে রাখতে চাই স্বাভাবিক জীবনের স্বপ্নীল আনন্দে।অনুষ্টানে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আর.রহমান কর্পোরেশনের
মেনেজিং ডিরেক্টর
মাহমুদুল মুজিব অভি।গত ১৭ ফেব্রুয়ারী মারিয়া আক্তার মাহিন এর দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের সহযোগিতায় গ্রীণ লাইফ ফাউন্ডেশন ২ টাকার খাবার এর সদস্যের ব্যবস্থাপনায় ময়মনসিংহের দিঘারকান্দার আল- মানার এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।