এনামুল হক ছোটন : ময়মনসিংহের সাংবাদিক আবুল ফজল এর আত্মার মাগফিরাত কামনার জন্য ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সাংবাদিকদের উদ্যোগে ময়মনসিংহ নগরীর রেল স্টেশন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্টেশন মসজিদের ইমাম ও খতিব বাদ আছর মিলাদ মাহফিল পরিচালনা ও দোয়া করেন। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)ভোর তিনটার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মিলাদ মাহফিল অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সাপ্তাহিক সুবর্ণ বাংলা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সারোয়ার কবির ফাহাদ, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মফিদুল ইসলাম লাভলু,দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নেপাল ধর, আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার ও বনেক এর ময়মনসিংহ জেলা সভাপতি সুমন ভট্টাচার্য,
দৈনিক বর্তমান কথা এর জেলা প্রতিনিধি ও দৈনিক নবযুগ এর সম্পাদক এনামুল হক ছোটন, দৈনিক বাংলার সময় পত্রিকার ময়মনসিংহ জেলা ব্যুরো চীফ ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম জুয়েল, দৈনিক মাটি ও মানুষ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সরিষাবাড়ী শাখা সভাপতি ফজলুল হক ফজলু, কৃষানের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মারুফ হোসেন, দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুজ্জামান শরিফ, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি রাহিদুল ইসলাম সোহেল।
এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও আমাদের ময়মনসিংহের প্রকাশক ও সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সূর্বণ বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফ রেওগীর, সাংবাদিক মোহাম্মদ আলী উজ্জ্বলসহ বিভিন্ন সংগঠন থেকে আগত সাংবাদিকগণ এবং মসজিদের আছর নামাজ পড়তে আসা মুসল্লিগন এবং মাদ্রাসার ছাত্রগণও উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিল শেষে মিলাদে অংশগ্রহণকারী সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।