এনামুল হক ছোটন:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) এর অভিযানে গতকাল ১০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারির ০৩ জন সদস্যকে গ্রেফতার করে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার)এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১০ ফেব্রুয়ারি রাত ২২.৪০ ঘটিকার সময় ময়নসিংহ জেলার ফুলপুর থানাধীন ফুলপুর টু হালুয়াঘাট পাকা রাস্তায় ফুলপুর উপজেলা সার্ভার স্টেশন সংলগ্ন জনৈক শামসুদ্দিন ইলেকট্রনিক্স এর দোকানের সামনে। অভিযানে পাকা রাস্তার পার্শ্ব হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মো: সুমন মিয়া (২৫) পিতা মৃত- আজিজুল হক, মাতা-ফরিদা বেগম, সাং-হোসেনপুর, ২। মো: আলমগীর হোসেন (২৯), পিতা মো: হানিফ উদ্দিন, মাতা-শাহিদা খাতুন, ৩। মো: শাহাআলী (২৮), পিতা-সাজিম উদ্দিন, মাতা-সাজেদা খাতুন, উভয় সাং-বাইটকান্দিমধ্যপাড়া, সর্ব আসামির থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানান ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।