এনামুল হক ছোটন
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুসাইন মোঃআফজালের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে এসে টাউন হলের ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে কেক কাটেন এবং মুজিব বর্ষ উদযাপন সফল সম্পর্কে বক্তব্য রাখেন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুসাইন মোঃআফজালের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি সার্কিট হাউস থেকে বের হয়ে শহরের টাউন হল হয়ে নতুন বাজার ঘুরে এসে টাউন হল মোড়ে শেষ হয়।