এনামুল হক ছোটন : মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানে ময়মনসিংহ জেলা পুলিশ সাফল্যের ধারাবাহিকতায় জানুয়ারি /২০২০ সালেও ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান এর নির্দেশে জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে হেরোইন ৪৯২ গ্রাম, ইয়াবা ৭২০২ পিছ,গাঁজা ২১কেজি৫১৫ গ্রাম, দেশী মদ ২০৩ লিটার,ইনজেকশন ১০৪ পিছ,ফেনসিডিল ২৫ বোতল,বিদেশী মদ ৫ বোতল উদ্ধার করে। আর উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় সাত কোটি ত্রিশ লক্ষ চার হাজার ছয়শত পঁচাত্তর টাকা।গতকাল ৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে জেলা পুলিশ সুপার মিডিয়া সেন্টারে পুলিশ সুপার আহমার উজ্জামান তার যোগদানের ১ মাসের সাফল্য সাংবাদিকদের মাঝে তুলে ধরতেই ময়মনসিংহ জেলা পুলিশ এই মিট দ্যা প্রেস এর আয়োজন করেন। পুলিশ সুপার এর নির্দেশে ময়মনসিংহ জেলা পুলিশ মাদক ছাড়াও গত মাসে মাদক আইনে মামলা ২৬৩টি ও গ্রেফতার করেছে ৩৫৮ জন ।
এছাড়াও ডিবি পুলিশ ১ টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ও ১৩০০ পিস ইয়াবাসহ আসামি এবং নিয়মিত মামলায় ১১৮৪ জন ও ওয়ারেন্ট মূলে ১৮৪৭ জনকে গ্রেফতার করে। গৌরিপুর থানায় আরোও ১ টি রিভলবার ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হন।গত ১০ জানুয়ারী মুক্তাগাছা থানার অপ্রাপ্ত বয়স্ক আমেনা (১৮) গনধর্ষণ মামলার আসামী গ্রেফতার, কোতোয়ালী থানার চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী ও সন্তান হত্যা, এইচ এফ হৃদয় আদর্শ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র কাউছার (১৬) দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে নিহত হওয়ার রহস্য উদঘাটন, জেলা ডিবি চোরাই মটর সাইকেল ও ক্যামেরা চোর সদস্য আলমগীর হোসেন ওরফে টুলু (৩৮) কে গ্রেফতার করেছে। পুলিশ সুপার বলেন,মাদকের মূল লিংক পর্যন্ত পৌছাতে পারলেই মাদকের মুলহোতাদের ধরতে সক্ষম হবো, সেই লক্ষ্যেই জেলা পুলিশ কাজ করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) হুমায়ুন কবীর,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, ওসি কোতোয়ালি মাহমুদুল ইসলাম, ওসি ডিবি শাহ কামাল আকন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।