এনামুল হক ছোটন :
“দৃঢ় হোক ভাতৃত্বের বন্ধন, মানসবতার কল্যাণে” – স্লোগানে এগিয়ে চলা একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। আর এই সংগঠন কর্তৃক কিছুদিন পূর্বেই আয়োজিত প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা গত ০২ ফেব্রুয়ারী ত্রিশালের পোড়া বাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র।পোড়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার (সাবেক এমপি), পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন ছাত্র ও ব্যবসায়ী শাহ আহসান হাবীব বাবু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ- পরিচালক রাশেদুল আনাম। আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্খী হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুস মন্ডল, ১০ নং, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল ও সকল শিক্ষকবৃন্দ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন ১২ নং আছিম -পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাফিয়া ইসলাম ভাবনা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক হাকিমুল মবিন এবং অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ছাএ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার ঝর্না! আয়োজনের শুরুতেই পবিত্র কুরআন থেকে পাঠ করে শান্ত, গীতা থেকে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্য তমা রানী সাহা। সংগঠনের সভাপতি রোবায়েত হোসাইন রুসাত বলেন,সর্বোপরি সদস্যদের সার্বিক সহায়তা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইনা। ইনশাআল্লাহ তাঁদের পরিশ্রমের ফলে আমাদের সংগঠন আরও দ্রুত বৃদ্ধি লাভ করবে এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন উপহার দেয়ার চেষ্টা করবো আমরা।পরিশেষে বিশেষ কৃতজ্ঞতা জানাই সংগঠনের উপদেষ্ঠা আব্দুল মালেক স্যার, শুভন, মুবিন, সুজয়,ঝর্না রাফি,সানোয়ার, জাকারিয়া,নাজমুল,মাহবুল হাসান রাফি কাছে, তাঁরা সার্বিকভাবে সহায়তা করেছেন। সবাই আমাদের সার্বিক উন্নতি এবং মঙ্গলের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা ও আমাদের সংগঠন অনেকদূর এগিয়ে যাবে এবং মানবকল্যাণে কাজ করতে পারবো।