ময়মনসিংহ প্রতিনিধি :
রাত্রি বেলায় অনাহারী সেই মানুষদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে শুরু করেছে স্বেচ্ছাসেবী কার্যক্রমের নতুন প্রকল্প দূর্জয় তারুণ্যের -রাতের আহার”। গত২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে ময়মনসিংহ স্টেশনে প্রায় অর্ধ শতাধিক অনাহারী শিশু ও ক্ষুদার্থ সেই সব লোক যারা দু বেলা অন্ন যোটাতে ব্যার্থ তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। এর মাঝে মনের তৃপ্তি ও খুশিটাই যেন অন্যরকম প্রশান্তির জায়গা।
বাসাফ এর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট দূর্জয় তারুণ্যের “রাতের আহার ” নামক এই প্রকল্প টি বাস্তবায়নে সকল স্বেচ্ছাসেবক কে আন্তরিকভাবে ধন্যবাদ। এতে উপস্থিত ছিল দূর্জয় তারুণ্য,বাসাফ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব এনায়েত কবির,অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক জামাল উদ্দিন,ইয়ূথলিডার মাহমুদুল হাসান, জিতু এছাড়াও “রাতের আহার ” প্রকল্পের টিম লিডার গৌরব দাস,সদস্য আজিম,রাফি,স্বর্ণা,দিনা,পার্বণ এবং প্রফুল্ল প্রমুখ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান এনায়েত কবির বলেন, আমাদের এই কার্যক্রমটি হবে সাপ্তাহিক।
মূলত আহারহীন এই মানুষদেরকে যথা সাধ্য একটি প্রচেষ্টাই বলা চলে। আমাদের এই কার্যক্রমে আপনি যদি আর্থিক অথবা স্বেচ্ছাসেবী হিসেবে নিজ হাতে এই দরিদ্র মানুষদের সাহায্য করতে চান তাহলে যুক্ত হোন আমাদের সাথে এই “রাতের আহার ” প্রকল্পে।