এনামুল হক ছোটন:
ময়মনসিংহের স্বনামধন্য বিদ্যাপীঠ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২০ গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।
মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।