এনামুল হক ছোটন :
ময়মনসিংহের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুল ছাত্রাবাস মাঠে গত রবিবার (২৬ জানুয়ারি) স্কুলের ১৬৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক।
বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন খেলায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২য় পর্বের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের বিদ্যালয় পরিদর্শিকা রওশন আরা খান, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম প্রমূখ। ময়মনসিংহ জিলা স্কুল এর প্রধান শিক্ষক মোহছিনা খাতুন এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ এর সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক বিশ্বনাথ চৌধুরী।