এনামুল হক ছোটন :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে নবীণ বরণ ২০২০ গত রবিবার (২৬ জানুয়ারি)কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে নবীণ ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি কর্পোরেশন এর মেয়র মো. ইকরামুল হক টিটু । নবীণ বরণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও অনুষ্ঠানের সমন্বয়ক প্রফেসর মো. আবু তাহের ও নবীন বরণের আহ্বায়ক শিল্পী সাহা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ইমতিয়াজ আহমেদ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্রীগণ। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।