এস.এম জামাল উদ্দিন শামীমঃ
ত্রিশালে নতুন ইউএনও যোগদান করায় ত্রিশাল অনলাইন প্রেসক্লাব ফুলেল শুভেচ্ছা জানান। ত্রিশালের সাবেক ইউএনও আবদুল্লাহ আল জাকিরের পদোন্নতি জনিত কারনে ৩১শে জানুয়ারী থেকে গত তিন সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শুন্যতার পর মোস্তাফিজুর রহমান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২২শে জানুয়ারী বুধবার সকালে যোগদান করেন । এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামূল হক,সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃশরীফুল ইসলাম। এর আগে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশানার (ভুমি) হিসেবে কর্মরত ছিলেন ।
পরবর্তীতে পদায়ন পেয়ে জনপ্রসাশন মন্ত্রনালয়ের মাঠ প্রসাশন -২ শাখার ১৫ অক্টোবর ২০১৯ ইং তারিখে ০৫০০০০০০১৩৯১৯০০১১৯৪০০ নম্বর প্রজ্ঞাপনমূলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় ময়মনসিংহে যোগদান করেন । তিনি নেত্রকোনা জেলার কৃতি সন্তান । জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশানার (ভুমি) হিসেবে কর্মরত অবস্থায় বেশ সুনাম অর্জন করেন । ত্রিশালে গত দুই সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় ত্রিশাল প্রসাশনে স্থবিরতা বিরাজ করছিল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থলে যোগদান করায় উপজেলা প্রশাসনে প্রানচাঞ্চল্যতা ফিরে আসবে । ত্রিশালের সবার আশা তিনি ত্রিশাল উপজেলা প্রশাসনকে দুর্নীতি মুক্ত প্রশাসন হিসেবে উপহার দিবেন ।নবনিযুক্ত ইউএনও কে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংঘঠন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।