এনামুল হক ছোটন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও মাসব্যাপী পুষ্পমেলা শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু মহোদয়।
১৯ জানুয়ারি (রবিবার) কাচারিঘাট হিমু আড্ডার নিচে নদীর চরে মাসব্যাপী পুষ্পমেলা শুরু হয়েছে। মাসব্যাপী পুষ্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল, ময়মনসিংহ সদর নার্সারি মালিক সমিতির সভাপতি সুরুজ আলী মির,মহানগর নার্সারি মালিক সমিতির সভাপতি আবুল কাশেম ও বিভাগীয় সভাপতি রফিকুল ইসলাম টিটু,ময়মনসিংহ বাণিজ্য মেলার মালিক পিন্টু,
কৃষক লীগের সহ- সভাপতি মুহাম্মদ কামরুল হাসান,কাঞ্চন কুমার নন্দী, আব্দুর রহমান সরুজ,এনাম খানসহ প্রমুখ।পুষ্পমেলার উদ্বোধন শেষে মেয়র মোঃ ইকরামুল হক টিটু পুষ্পমেলার স্টলগুলো ঘুরে দেখেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এবারের পুষ্পমেলায় ১৮ টি স্টল অংশগ্রহণ করেছে।