এনামুল হক ছোটন :
গত ১৩ই জানুয়ারী ২০২০ইং তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরীর নতুন বাজারস্থ হরিজনপল্লীতে উক্ত শীতবস্ত্র বিতরণের উদ্ভোধন করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান জনাব অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব এহ্তেশামূল আলম, সেক্রেটারী জনাব মোঃ তাজুল আলম, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রাজু, তসলিম সরকার, এড. মাহাবুবুর রহমান সেলিম, মোঃ তসলিম সরকার এবং এড. রাশেদা তাহমিনা প্রীতি এবং ইউনিট যুবপ্রধান জনাব মোঃ নাজমুল হক সরকার ।
এছাড়াও ময়মনসিংহ যুব রেড ক্রিসেন্টের উপ যুব-প্রধান(২) সুবর্ণা বিশ্বাস, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান মোঃ মাহাবুব আলম সাগর, ট্রেনিং বিভাগের প্রধান ছাইফুন নাহার, বিভাগীয় উপ-প্রধান দেলোয়ার রবিন, মোস্তফা কামাল পাশা, জাহঙ্গীর আলম রিয়াদ সহ যুব রেড ক্রিসেন্ট সদস্য এনামুল হক ছোটন, সাদ আহমেদ নেহাল, মাহাবুব আলম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ রেড ক্রিসেন্টের উদ্যোগে প্রায় ৩০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।