ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইঊনিয়নের পূর্ব ছনধরা (মুন্নাখালীপাড়) গ্রামে সায়মা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ স্থাপিত ২০০৯ইং নামে এক ভূয়া শিক্ষা প্রতিষ্ঠানের খবর পাওয়া গিয়াছে। জানা যায়,এ প্রতিষ্ঠানের ব্যপারে শেখ রাসেল ম্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ দৌলত খান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়েছে ২০০৯ সালে স্থাপিত সায়মা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ এর অধ্যাক্ষ হাবিবুর রহমান হবি এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ ও সহকারী অধ্যাক্ষ সুমন মিয়া গত কিছুদিন পূর্বে ন্যাশনাল সার্ভিস এর মাধ্যমে পূর্ব লাউয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন কালে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা বিচারাধীন মামলার আসামী।
এই লোক দুই জনের ছত্র ছায়ায় কিছু অসাধু লোক কোন দাপ্তরিক অনুমোদন ছাড়াই ঘর,দরজা ও স্কুল মাঠবিহীন দোকানে বসে গত ২০১৮ ও ২০১৯ শিক্ষা বর্ষের বই সুস্থ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিতরণ করিতেছে, এই এলাকায় কোন প্রতিবন্ধী শিক্ষার্থী নেই বলে জানা গিয়াছে।
শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৭ সালে স্থাপিত হয়ে ২০/০১/২০১৯ইং তারিখে শিক্ষা মন্ত্রালয় হতে পাঠদানের অনুমতি লাভ করে ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় এর ডিও লেটারের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের অনুমতির অপেক্ষায় রহিয়াছে ।
শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় হতে মাত্র ১কি.মি দক্ষিণ পার্শ্বে উক্ত ভূয়া শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত বিধায় উক্ত বিদ্যালয়টির পাঠদান স্থগিত করার জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসীসহ শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এবিষয়ে সায়মা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বলেন,সমাজসেবা অফিস কার্যালয়ে আবেদন করেছেন ও প্রধানমন্ত্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন সেই রিসিভ কপি মোতাবেক এই বছরেই প্রথম কার্যক্রম চালু করেছেন।