এনামুল হক ছোটন:
বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলতে হবে, নাসিরাবাদ ময়মনসিংহে একটি ঐতিহ্যবাহী কলেজ, আমি কলেজে ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্য বলছি, অনেক ভাঙ্গা ও টিনের প্রতিষ্ঠান আছে কিন্তু তারা তাদের রেজাল্টের মাধ্যমে বাংলাদেশে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে।আমি তুমাদের উদ্দেশ্য বলছি, তোমাদের মেধার মাধ্যমে ও রেজাল্টের মাধ্যমে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।
আর এজন্যই আমাদের যা করতে হয় আমি তাই করবো এবং আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এসব কথা বলেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।গত ১৭ ডিসেম্বর ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আজিজ আহমেদ সাদেক রেজা।
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলম, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন আহসান বিন হাবিব।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র টিটু বলেন কলেজে জাতীয়করণের জন্য যা করা দরকার সবই করবো আর যাত্রা যেহেতু শুরু করেছি,হবেই হবে।এছাড়া তিনি কলেজে কমনরুমের উন্নয়নের জন্য এক লক্ষ ও ক্যান্টিনের সংস্কারের জন্য এক লক্ষ ও খেলার মাঠের উন্নয়নের জন্য ব্যবস্থা করবেন।