এনামুল হক ছোটন
মহান বিজয় দিবসে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় ময়মনসিংহে ব্যতিক্রমী বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি ও ময়মনসিংহ সাইক্লিস্টস এবং মুক্তাগাছা সাইক্লিস্টস যৌথভাবে এ ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু৷
এসময় মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা খ্যাত বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শংকর সাহা, যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, যুব নাগরিক সোসাইটির কার্যকরী কমিটির সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় ২০০ সাইক্লিস্ট এবং ৫০০ জন স্বেচ্ছাসেবী বিভিন্ন ব্যানার, সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে, হাতে লাল সবুজ বেলুনসহ শোভাযাত্রাটি নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড় ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়।
এ বিজয় শোভাযাত্রায় অংশ নেয় ময়মনসিংহের ২৮টি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- বিডি ক্লিন ময়মনসিংহ, আলোক শিখা, রেড ক্রিসেন্ট যুব ইউনিট, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট, টিআইবি ময়মনসিংহ, হেল্প প্লাস ময়মনসিংহ, লুমিনাস, বাতর, বিডি ক্লিন মুক্তাগাছা, প্রত্যাশার আলো, গ্রীণ লাইফ ফাউন্ডেশন” ২ টাকার খাবার”, আকাঙ্ক্ষা ফাউন্ডেশন, মুক্তাগাছা সাইক্লিস্টস, মজার ইশকুল ময়মনসিংহ, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ মেডিসিন ক্লাব- সিবিএমসিবি, মানব সেবায় আমরা ময়মনসিংহ, শিকর, সবুজ পরিবেশ আন্দোলন, রংধনুর রঙ, ময়মনসিংহ বিতর্ক সংসদ, ময়মনসিংহ কমার্স কলেজ বিতর্ক ক্লাব,
ময়মনসিংহ কমার্স কলেজ মিডিয়া ও ফটোগ্রাফি ক্লাব, রেড লিকুয়েড ব্লাড ডোনার সোসাইটি, ইউবিআর ইয়ুথ ফোরাম, গ্রীনলাইফ ব্লাড ফাউন্ডেশন, প্রত্যাশা ফাউন্ডেশন ও ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পরিষদ।
দুরন্ত বাইসাইকেল এর সহযোগীতায় সাইকেল র্যালিতে প্রায় ২০০ সাইক্লিস্ট বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করে উমেদ আলী মাঠে গিয়ে র্যালিটি সমাপ্ত হয়। এতে সহযোগিতা করে চলমান হোম ডেলিভারী সার্ভিস, টাইটান হোস্ট এবং অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪। এই ব্যতিক্রমী শোভাযাত্রার প্রধান উদ্দেশ্য ছিলো তরুণ ও যুবক এবং সেচ্ছাসেবীদের মাধ্যমে দূর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, সুখী – সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশা সকলের নিকট পৌঁছে দেওয়া।