এনামুল হক ছোটন
ময়মনসিংহ বিভাগে এই প্রথম ব্যতিক্রমী বইমেলা হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা। ইসলামি বইয়ের মাধ্যমে আমরা ইসলাম ও ইসলামি জীবন সম্পর্কে ধারণা পেতে পারি, আর ইসলামি বইমেলার মাধ্যমে আমাদের ময়মনসিংহবাসী ইসলামি জীবনবোধ ও স্কুল কলেজের ছাত্র -ছাত্রীরা ইসলামি জ্ঞান সম্পর্কে ধারণা পাবে-ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে বিজয়ের মাস উপলক্ষে বৃহস্পতিবার (১২ডিসেম্বর)সকাল ১১ টায় ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবদুল হক দা.বা.এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন,
সীরাত চর্চা ও গবেষনা কেন্দ্রের পরিচালক মুফতী আমীর ইবনে আহমদ,মাহাদুদ দাওয়াত আল ইসলামিয়া বাংলাদেশ এর পরিচালক হযরত মাওলানা মাহমুদুল হক সিদ্দিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বাপ্পি চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। আর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হাফিজিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শহিদুল ইসলাম ও মাদরাসাতুন-নূর মোমেনশাহীর মুহতামিম হযরত মাওলানা মোতাছিম বিল্লাহ জাহাঙ্গীর।
সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশন ও ব্যবসায়ী সমিতির আয়োজনে বিজয় মাস উপলক্ষে আয়োজিত মেলায় ২৪ টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলাটি চলবে ১২ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আর মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শুধু মহিলাদের জন্য উন্মুক্ত থাকবে।