এনামুল হক ছোটন :
“আমার দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ ” এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০১৯ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষার্থী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত সোমবার (০৯ডিসেম্বর)ময়মনসিংহের টাউন হল মোড়ের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম শিক্ষার্থী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি,ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে দূর্নীতি দমন কমিশন এর পরিচালক মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান,ময়মনসিংহ সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মীর গোলাম মোস্তফা।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূর সন্সের এমডি মাহবুব আলম, ময়মনসিংহ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ হরি শংকর দাস, বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন সুশীল সমাজের জনগণসহ প্রমুখ।
আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে গণ সাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণ সাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দূর্নীতি বিরুদ্ধে সাক্ষর করেন।